ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ইয়াবা বড়ি জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ইয়াবা বড়ি জব্দ, আটক ২ আটক ব্যক্তিরা ও জব্দকৃত ইয়াবা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লবণভর্তি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এসময় দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।  

এর আগে সকালে বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।  

জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। একপর্যায়ে টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এসময় ইয়াবা পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করা হয়।  

আটকরা হলেন- সুমন (২৬) ও সেলিম (৫০)। অভিযানে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত লবণ বোঝাই কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।