ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একটা খুঁটি দরকার, সেটি শেখ হাসিনা: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
একটা খুঁটি দরকার, সেটি শেখ হাসিনা: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: চারিদিকে অনেক নোংরা খেলা হচ্ছে। এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে।

এটা ক্ষমতা পরিবর্তনের খেলা না। বাংলাদেশটাকে আফগানিস্তানের চেয়েও খারাপ রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। এজন্য শত শত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে প্রবেশ করছে। আমাদের ভেতরের লোকও আছে। আমরা চলে গেলেও পরবর্তী জেনারেশন তো এখানে থাকবে। তাই দেশটা টিকিয়ে রাখার জন্য একটা খুঁটি দরকার, তার নাম শেখ হাসিনা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শামীম ওসমানের নাতি আরজিয়ান ওসমানের নামে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি আরও বলেন, গত তিন-চারদিন ধরে একটা মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগই শুনছি। আজ হুজুররা ক্ষেপেছেন, সেদিন দেখলাম হিন্দুরা ক্ষেপেছে। এখন আমি যদি কিছু বলি তাহলে খারাপ দেখায় বিষয়টা।

টুর্নামেন্টের আয়োজক ক্রীড়া সংস্থার সভাপতি তানভীর আহমেদ টিটুকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন তবে যার নামে অনুষ্ঠান আমার নাতি আরজিয়ান, আপনারা তার জন্য একটু দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে। হাত পা হলেই তো মানুষ হয় না, গুণ থাকতে হয়। আপনারা তাই দোয়া করবেন।

‘আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জে কিছু করার জন্য। করোনাটা আরেকটু কমলে আমরা নারায়ণগঞ্জের সব শ্রেণির মানুষদের নিয়ে বসবো। আমরা অনেক কিছু আনতে পেরেছি। কিছু কিছু জিনিস এখনও বাকি আছে। আমাদের একটা সরকারি মেডিক্যাল কলেজ দরকার। আশা করি এটাও আমরা জাতির জনকের কন্যার বদৌলতে আনতে পারবো। ’

তিনি বলেন, আপনারা জেনে রাখবেন যে প্রজেক্টগুলো আনা হয়েছে তা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং আমরা দলমত নির্বিশেষে সবাই যদি বসতে পারি তাহলে নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ শহর হবে।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।