ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহামারি ঠেকাতে টিকা নিতে হবে: ঢামেকে চিকিৎসক দম্পতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
মহামারি ঠেকাতে টিকা নিতে হবে: ঢামেকে চিকিৎসক দম্পতি ঢামেকে টিকা নিচ্ছেন চিকিৎসক দম্পতি। ছবি: বাংলানিউজ

ঢাকা: মহামারি ঠেকাতে আমাদের টিকা নিতে হবে। আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ খুব দ্রুত সময় আমাদের টিকার ব্যবস্থা করার জন্য।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে আন্ডারগ্রাউন্ডে টিকা নেওয়ার পর শিশু বিভাগের কনসালটেন্ট রাজেশ মজুমদার এ কথা বলেন। এসময় তার সঙ্গে করোনা টিকা নেন তার সহধর্মিণী হাসপাতালের গাইনি বিভাগের মেডিক্যাল অফিসার বনশ্রী মোদক।

টিকা নেওয়ার পরে বিজয় চিহ্ন প্রদর্শন করে তিনি বলেন, করোনার মহামারি ঠেকাতে অবশ্যই টিকা নিতে হবে। আপনারা নির্ভয়ে টিকা নিন।

ঢামেকে টিকা স্থলে সকাল থেকে দুপুর পর্যন্ত ডাক্তার নার্সসহ অনেকেই টিকা নিয়েছেন।

করোনা স্থলে দায়িত্বরত মেডিক্যাল অফিসার চিকিৎসক ডা. তাসমিনা পারভীন বাংলানিউজকে জানান, সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত নারী পুরুষ মিলে আনুমানিক ৭০০ জনকে টিকা প্রয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।