ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে ছিনতাই: গ্রেফতার ৬, আড়াই লাখ টাকা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
শাহবাগে ছিনতাই: গ্রেফতার ৬, আড়াই লাখ টাকা উদ্ধার ...

ঢাকা: রাজধানীর শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুতই বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনার পর গত ১০ ও ১১ ফেব্রুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে ঢাকা ও আশপাশের জেলা থেকে এই চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি চাকু, ১টি এন্টিকাটার, ১টি হাতুড়ি ও ২ লাখ ৫০ হাজার টকা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মাজহারুল ইসলাম ওরফে রাকিব, মো. জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, মো. সেলিম ওরফে ল্যাংরা সেলিম, মো. লালন ও মো. সেলিম মিয়া।

অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, গত ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শহিদুল ইসলাম রাজধানীর তাঁতিবাজারে অফিস থেকে একটি ব্যাগের মধ্যে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা করার উদ্দেশ্যে রিকশাযোগে রওয়ানা হন। অনুমানিক দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে অজ্ঞাতনামা ৮/১০ জন লোক তার রিকশার গতিরোধ করে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর ৮ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হয়।

বিশেষ অভিযান পরিচালনার পরও রাজধানীতে ছিনতাই কমছে না কে? জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাই কমেছে কিনা তা জনগণ বিচার করবে। বিশেষ অভিযানের পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় শতাধিক ছিনতাইকারী গ্রেফতার করেছি। ছিনতাই এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসজেএ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।