ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হকার পুনর্বাসন করে রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
হকার পুনর্বাসন করে রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নের দাবি ...

ঢাকা: অবিলম্বে হকারদের পুনর্বাসন করে রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন এবং হকার নেতা দেলোয়ার হোসেনের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হকার-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের স্বর্ণ মার্কেটের অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল।

সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ হকার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি আব্দুস সালাম, মো. বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাপ, ওসান গনি, সহ-সাধারণ সম্পাদক লিটন হোসেন, আব্দুল মজিদ, প্রচার সম্পাদক মো. সেলিম ও উপ দপ্তর সম্পাদক শাজেল ইসলাম।

সমাবেশ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়। এরমধ্যে অন্যতম হলো- দ্রুততম সময়ের মধ্যে হকার পুনর্বাসন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে হকারদের জন্য রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও হকার নীতিমালা প্রণয়নের পূর্বে কোনো হকার উচ্ছেদ নয়।

সমাবেশ শেষে হকারদের একটি বিক্ষোভ মিছিল পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।