ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক-হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক-হেলপার নিহত দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)।

স্থানীয়রা জানান, তামাবিল থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক স্থানীয় ধামরাই সেতুতে ওঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হন।

 খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত জেগে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এনইউ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।