ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসন্ত-ভালোবাসা দিবসের উচ্ছ্বাস ঢাবিতে, বেড়েছে ফুল বিক্রি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
বসন্ত-ভালোবাসা দিবসের উচ্ছ্বাস ঢাবিতে, বেড়েছে ফুল বিক্রি আবির নিয়ে খেলছে এক দল তরুণী। ছবি: ডিএইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): পঞ্জিকার পাতা সংশোধনে বসন্ত ও ভালোবাসা দিবস পালিত হচ্ছে একই দিনে। করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বরাবরের মতো সর্বস্তরের মানুষ প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসেছে ক্যাম্পাসে।

কেউবা বাসন্তী সাজে আবার কেউবা ভালোবাসার রঙ লাল জামা গায়ে দিয়ে। গালে রঙ দিয়ে লিখেছে শুভ বসন্ত, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন, শহীদ মিনার এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। বিভিন্ন বয়সী মানুষের আগমন ঘটলেও এবারের বসন্ত বা ভালোবাসা দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকছে অন্য অভিজ্ঞতা। করোনার কারণে অনেকেই নিজ বাসায় অবস্থান করছেন। এর কারণে ক্যাম্পাসে প্রিয়মুখদের নিয়ে উৎসব উদযাপন করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের অনুমতি না পাওয়ায় এবার চারুকলার বকুলতলায় বসন্ত উদযাপনে কোনো আয়োজন ছিল না। আয়োজক কমিটি সীমিত পরিসরে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে। সময়ের ব্যবধানে বেড়েছে উপস্থিতি।

বসন্তের ফুরফুরে হাওয়া হৃদয়ে জাগায় ভালোবাসার পরশ। অপরদিকে ভালোবাসা দিবস মানব মনকে করে তোলে আবেগী। কেউবা প্রিয়জনের হাতে গোলাপ কিংবা সামান্য উপহার দিয়ে জানান দেয় নিজ ভালোবাসার। ক্যাম্পাসে ঘুরতে আসা প্রেমিক যুগল মৌসুমী ও রাসেল বাংলানিউজকে বলেন, আমাদের চার বছরের সম্পর্ক ছিল। করোনায় বিয়ে করেছি। এবার প্রথম অন্যভাবে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করছি।
দিবসকে ঘিরেই নিয়মিত ফুল বিক্রেতাদের পাশপাশি মৌসুমী হাকারেও নেমেছেন অনেকেই। হৃদয় সদৃশ সম্বলিত বেলুনও যুগলদের তুলে দিচ্ছেন তারা। তবে ক্যাম্পাস বন্ধ থাকা আর সকালবেলা লোকজনের উপস্থিতি কম হওয়ার কারণে বিক্রি কম হচ্ছে জানালেন তারা।  ফুল বিক্রেতা আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুই দিবস একসঙ্গে হওয়ায় বিক্রি কম। তবে, বিকেলে বেশি বিক্রি করতে পারব। অপরদিকে শাহবাগের ফুল বিক্রেতারা শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিক্রি কম হয়েছে বলে জানালেও ভালোবাসা দিবসে ফুল বিক্রি বেড়েছে বলে জানিয়েছে তারা। একইসঙ্গে গোলাপের চাহিদা বেশি থাকায় দামও বেড়েছে।  

নীল দৃষ্টি পুষ্পালয়ের বিক্রেতা মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, বিক্রি তুলনামূলক ভালো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।