ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষিত মানুষ অনেক, তবে জ্ঞানী লোকের অভাব: জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
শিক্ষিত মানুষ অনেক, তবে জ্ঞানী লোকের অভাব: জাফরুল্লাহ অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘একাডেমিক ভাবে শিক্ষিত মানুষ অনেক আছে, তবে জ্ঞানী লোকের অনেক অভাব। ’

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ. আরাফাত গণস্বাস্থ্য কেন্দ্রকে উপহারস্বরূপ করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরাফাতের প্রশংসা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘একাডেমিক ভাবে শিক্ষিত মানুষ অনেক আছে তবে জ্ঞানী লোকের অনেক অভাব। আরাফাত সামাজিক গবেষণায় অনেক অবদান রেখে চলেছেন। আমাদের দেশে গবেষণার অনেক অভাব বিধায় সরকারের খরচ অনেক বেড়ে যায়। শিক্ষিত মানুষকে দেশে এসে গবেষণা করতে হবে। টিকা নেবার সঙ্গে সঙ্গে সুরক্ষা সামগ্রী ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও মানতে হবে। ’

অধ্যাপক আরাফাত বলেন, ‘বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আমি শ্রদ্ধা করি। দেশের মানুষের সেবা করার জন্য তিনি অক্লান্ত কাজ করে যাচ্ছেন। ’

তিনি উপহার সামগ্রী গ্রহণের জন্য তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এবং গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।