ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাণের উচ্ছ্বাসে বরিশালে বসন্তবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
প্রাণের উচ্ছ্বাসে বরিশালে বসন্তবরণ

বরিশাল: পয়লা ফাল্গুন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে প্রাণের উচ্ছ্বাসে চলছে বসন্তবরণ উৎসব। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একদিনে হওয়ায় তরুণ-তরুণীরা মনের রঙে রাঙিয়ে সেই উৎসবে শামিল হয়েছেন।

অনেকেই বাসন্তী রঙের পোশাকে দিনটিকে স্মরণীয় করেও রাখছেন।  

তবে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের পয়লা ফাল্গুনের সকালে বাসন্তী উৎসব হয়নি বরিশাল সরকারি মহিলা কলেজে। প্রতিবছর এ কলেজটিতে ব্যাপক জাকজমকপূর্ণভাবে ফাল্গুনকে বরণ করে নেওয়া হলেও এবার করোনার কারণে বকুলতলার আলোকায়ন মঞ্চে আয়োজন হয়নি কোনো মঞ্চানুষ্ঠানের।  

তবে সকাল থেকেই কিছু শিক্ষার্থী বাসন্তী রঙের শাড়ি আর মাথায় ফুলের ব্যান্ড দিয়ে সেজেগুজে ক্যাম্পাসে এসেছেন। সেখানে বন্ধুদের সঙ্গে সেলফি তুলে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন।  

এদিকে বঙ্গবন্ধু উদ্যানে সকালে হাঁটতে আসা নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফুল, চকলেট আর আপেল কুল দিয়ে বরণ করে নিয়েছেন বরিশাল বিভাগীয় প্রাতভ্রমণ শরীর চর্চা পরিষদের নেতারা। পহেলা ফাল্গুনে ঋতুরাজ বসন্তবরণই তাদের উদ্দেশ্য এমনটাই জানা গেল পরিষদের পক্ষ থেকে।  

বরিশাল বিভাগীয় প্রাতভ্রমণ শরীর চর্চা পরিষদের সাবেক দপ্তর সম্পাদক এ বি এম মাসুদ করিম বলেন, তাদের সংগঠনে শিক্ষক, ব্যাংকার, সুশীল সমাজের নেতা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ সব শ্রেণির সদস্য রয়েছেন। ঝড় ঝঞ্ঝা যতই আসুক ভোর হলেই শরীর চর্চার জন্য একের সঙ্গে অপরের বঙ্গবন্ধু উদ্যানে দেখা হয়। তাই যারা ব্যায়াম করতে এসেছেন তাদের বরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে প্রায় ১০০ জনকে গোলাপ ফুল, চকলেট, আপেল কুল দিয়ে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন।  

এদিকে বরিশাল নগরের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বসন্তবরণ চলছে। সেই সঙ্গে ভালোবাসা দিবসটিকে পালন করেছেন অনেকে। দুর্গাসাগর দীঘিসহ বরিশাল নগরের ত্রিশ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, দুর্গাসাগরসহ বিনোদন স্পটগুলোতেও ছিল তরুণ-তরুণীদের ভিড়।

এদিকে বরাবরের মতো এবারেও বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ জগদিশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিকেলে বসন্ত উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী ও বরিশাল নাটক। নাচ, গান, আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। যদিও করোনার কারণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পিঠা উৎসবের আয়োজন করেনি কর্তৃপক্ষ।

অপরদিকে সার্কিট হাউজ চত্বরে বিকেল ৫টায় বসন্ত উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। এখানেও নাচ, গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের।  

বসন্ত উৎসবের সবগুলো অনুষ্ঠানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।