ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রহমানের পড়ালেখার দায়িত্ব নিলেন মেয়র স্বপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
রহমানের পড়ালেখার দায়িত্ব নিলেন মেয়র স্বপন

ফেনী: বাংলানিউজে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কিশোর কামাল হোসেন রহমানের পড়ালেখার যাবতীয় খরচের দায়িত্ব নিলেন ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বসন্ত উদযাপনের আয়োজনে রহমানকে মঞ্চে ডেকে নিয়ে এ দায়িত্ব নেন মেয়র।

 

এ সময় রহমানকে কাছে ডেকে নেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, রহমানের বিষয়ে আমি জানতে পারি বাংলানিউজের মাধ্যমে। রহমানকে নিয়ে বাংলানিউজে প্রকাশিত পুরো নিউজটি আমি পড়েছি, আমার মনে হলো এই কিশোরের দায়িত্ব নেওয়া দরকার। আমি বিশ্বাস করি রহমান একদিন অনেক বড় হবে।

এ সময় রহমানকে শুভেচ্ছা ও অভিন্দনন জানান জেলার গণ্যমান্য ব্যক্তিরা। পড়ালেখার বিষয়ে রহমানের সংগ্রামকে সাধুবাদ জানান সবাই।

গত শনিবার ‘আদালত চত্বরের ঝাড়ুদার হলেও স্বপ্ন দেখে জজ হওয়ার!’ শিরোনামে বাংলানিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের পর রহমানের পড়াশোনার ব্যয়ভার নিলেন ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।