ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ দফা দাবিতে হকারদের প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
৫ দফা দাবিতে হকারদের প্রতীকী অনশন হকারদের বিক্ষোভ মিছিল

ঢাকা: পল্টনের চায়না টাউনের মালিককে গ্রেফতারসহ ৫ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ হর্কাস ইউনিয়ন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর মঈন। বক্তব্য রাখেন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সহ-সভাপতি শহীদ খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা আনিছুর রহমান পাটোয়ারী, শাহিনা আক্তার, আফছার আলী, হোসেন প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, চায়না টাউন মার্কেটের সামনে থেকে উচ্ছেদ করা হকারদের ২৪ ঘণ্টার মধ্যে পুনর্বহাল করতে হবে। সন্ত্রাসী, গডফাদার বেলালকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই জনগণের প্রয়োজনীয় দ্রব্য হকাররা সস্তায় বিক্রি করে থাকেন। কিন্তু তাদের জীবন-জীবিকা প্রতিমুহূর্তেই ঝুঁকির মধ্যে থাকে। এই হকারদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ হকার্স ইউনিয়ন বিগত এক দশক ধরে হকার আইন প্রণয়নের দাবিতে ধারাবাহিক লড়াই-সংগ্রাম করছে।

সমাবেশ থেকে বলা হয়, বেলালকে গ্রেফতার করা না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি মতিঝিলের ডিসি অফিস ঘেরাও করা হবে।

সমাবেশ শেষে হকারদের একটি বিক্ষোভ মিছিল পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।