ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ইটের আঘাতে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
বরিশালে ইটের আঘাতে শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় ইটের আঘাতে রিয়াজ শরীফ (৩৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীপুর গ্রামে তালুকদার ব্রিকস ফিল্ডে (টিবিসি) এ ঘটনা ঘটে।

 

রিয়াজ জেলার বাকেরগঞ্জ উপজেলার মোজাম্মেল শরীফের ছেলে। তিনি তার শ্বশুর বাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া এলাকায় বসবাস করতেন। রিয়াজ তালুকদার ব্রিকস ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন।  

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রিয়াজ তালুকদার ব্রিকস ফিল্ডে ইট মাথায় নিয়ে ইঞ্জিনচালিত ট্রলিতে তুলছিলেন। এ সময় ভাটার ওপর থেকে এক শ্রমিক ইট ছুড়ে দিচ্ছিল তার কাছে। সে সময় তার মাথায় ইটের আঘাত লাগে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর তার বমি শুরু হলে স্বজনরা তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করেন। রিয়াজের মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি। এরপরও তার কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।