ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিগগিরই নতুন পৌরসভা পেতে যাচ্ছে আশুলিয়াবাসী

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
শিগগিরই নতুন পৌরসভা পেতে যাচ্ছে আশুলিয়াবাসী

সাভার (ঢাকা): সাভার একটি জনবহুল এলাকা। এখানে শিল্পাঞ্চল গড়ে ওঠায় অনেক মানুষের বসবাস।

সেজন্য একটি পৌরসভা থাকলেও আরেকটি পৌরসভা প্রয়োজন হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। পৌরসভায় উন্নীত করার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। শিগগিরই পৌরসভা পেতে যাচ্ছে আশুলিয়াবাসী।  

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া প্রেসক্লাবে একটি অনলাইন পোর্টাল উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সরকারি স্থাপনা, বিপুল সংখ্যক জনসংখ্যা, শিল্পের গুরুত্ব বিবেচনায় সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পৌরসভায় রূপান্তরিত হতে যাচ্ছে।  

প্রতিমন্ত্রী বলেন, আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ শহর হিসেবে গড়ে উঠেছে। এখানে প্রচুর শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক সরকারি স্থাপনাও এখানে আছে। এ কারণে এ অঞ্চলের লোকজনের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য এটাকে পৌরসভায় রূপান্তর করা দরকার। এটা অনেক দিন ধরেই দাবি উঠছিল। সেজন্য ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি আবেদন দিয়েছেন। আবেদন দেওয়ামাত্রই এটার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার ফলাফল আমরা পাব, পৌরসভা হিসেবে দেখতে পাব।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।  

সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, পৌরসভা হওয়ার জন্য যেসব যোগ্যতা দরকার, সেসব যোগ্যতা ধামসোনা ইউনিয়নের রয়েছে। পৌরসভা করতে হলে জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ মিটারে দের হাজারের বেশি হতে হবে। আমার ইউনিয়নে জনসংখ্যার ঘনত্ব তার চেয়ে অনেক বেশি। ২০১১ সালের আদমশুমারি মতে আমার ইউনিয়নের জনসংখ্যা হচ্ছে ৩ লাখ ৮ হাজার ২৪। আর আমার ইউনিয়নের আয়তন হচ্ছে ৩২.৭৭ বর্গ কিলোমিটার। যেখানে পৌরসভা করতে হলে কমপক্ষে পরপর তিন বছরের গড়ে রেভিনিউ ১ কোটি টাকা হতে হবে, সেখানে আমার ইউনিয়নের রেভিনিউ গড়ে প্রায় আড়াই কোটি টাকা।  

তিনি আরও বলেন, আমাদের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বিষয়টি মনিটর করছেন। তিনিও বিষয়টি নিয়ে একটি ডিইও লেটার দিয়েছেন। বিষয়টি নিয়ে কার্যক্রম চলছে। পৌরসভা হতে যেসব কার্যক্রম করতে হয়, সব করা হচ্ছে। আমাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেগুলো আমরা দিচ্ছি। চলিত বছরের ১২ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পৌরসভা চেয়ে একটি আবেদন করা হয়েছে।  

ঢাকা জেলার সাভার উপজেলার ১২টি ইউনিয়ন তিনটি সংসদীয় আসনে (ঢাকা-২, ঢাকা-১৯ ও ঢাকা-১০ আসন) বিভক্ত। এর মধ্যে শুধু ঢাকা-১৯ আসনেই ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। জনসংখ্যার গুরুত্বে ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া ও শিমুলিয়া নিয়ে আশুলিয়া থানা গঠিত হয়েছে ২০০৫ সালেই। কিন্তু বর্তমানে ডিইপিজেড ও পরমাণু গবেষণা কেন্দ্রসহ বিপুল সংখ্যক শিল্প ও আবাসন গড়ে ওঠায় গুরুত্ব বিবেচনায় সরকার মন্ত্রাণালয়ে ধামসোনা ইউনিয়নকে স্বতন্ত্র পৌরসভা করার আবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।