ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চালক হত্যা চেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
অটোরিকশা চালক হত্যা চেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

পাবনা (ঈশ্বরদী): পাবনায় ছদ্মবেশে ইজিবাইক চালক সেজে অটোরিকশা চালক হত্যা চেষ্টা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পাকশি পুলিশ ফাঁড়ির সদস্যরা।  

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে পাবনার জেলা কারাগারে পাঠানো হয়।

 

পাবনার ঈশ্বরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতার আসামিরা হলেন- পাবনার সদরের চকছাতিয়ানী এলাকার মুক্তার হোসেনের ছেলে মিজানুর রহমান রাজ্জাক (৩২) হেমায়েতপুর সাধুখার বটতলা এলাকার নাছিম প্রমাণিক লচুর ছেলে রতন প্রমানিক (২৫) পাটিকাবাড়ি পশ্চিমপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আব্দুর নূর তুষার (২২)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, প্রযুক্তি ব্যবহার করে পুলিশ কৌশলে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার করে। এছাড়াও সংঘবদ্ধ গ্রুপটিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আটক আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।