ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
কুড়িগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মমিনুল ইসলাম (৪০) ও মজিবুর রহমান (৫০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি মজিবুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাণকৃষান গ্রামের মৃত আজিউদ্দিনের ছেলে, মমিনুল ইসলাম কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রাম ধরলা ব্রিজ চেকপোস্টে ঢাকাগামী আরবি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুই গাঁজা তাদের আটক করা হয়। আসামিরা ওই পরিবহনে করে ফুলবাড়ী থেকে ঢাকা যাচ্ছিলো। তারা মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে বলেন, গাঁজাসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদশে সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।