ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কার্যালয়ের দুই সচিবের চুক্তির মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
রাষ্ট্রপতির কার্যালয়ের দুই সচিবের চুক্তির মেয়াদ বাড়লো

ঢাকা: রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

সম্পদ বড়ুয়ার চুক্তির মেয়াদ আগামী ৫ মার্চ বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর ও ওয়াহিদুল ইসলামের চুক্তির মেয়াদ আগামী ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে এক বছর বাড়ানো হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলী অপরিপর্তিত রেখে পুনরায় চুক্তি সম্পাদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।