ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লামায় ৬ দাবিতে তামাক চাষিদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
লামায় ৬ দাবিতে তামাক চাষিদের মানববন্ধন

বান্দরবান: বান্দরবানের লামায় ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে তামাক চাষি, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ।  

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানববন্ধনে তামাক চাষিরা তাদের ৬টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- তামাক চাষিদের তামাক পাতা বিক্রয়ের নিশ্চয়তা দিতে হবে- তামাক চাষিদের তামাক পাতা বিক্রয়ের সঠিক মূল্য নির্ধারণ করতে হবে ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বৃদ্ধি করা অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, বিড়ির ওপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে, বিড়ির শুল্ক কমিয়ে তামাক পাতার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ তামাক চাষের সঙ্গে জড়িত। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে অন্য ফসলের ফলন ভালো হয় না। তাই আমরা তামাক চাষ করে জীবিকা নির্বাহ করি। এই তামাক ব্যবহার হয়ে থাকে কেবল দেশীয় বিড়ি শিল্পের কাঁচামাল হিসেবে। বিড়ির ওপর ষড়যন্ত্রমূলকভাবে মাত্রাতিরিক্ত কর আরোপের ফলে বিড়ি কারখানগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বিড়ি শিল্পের এই অবস্থার কারণে আমাদের উৎপাদিত তামাক বিক্রি বন্ধ হয়ে পড়েছে। যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার তামাক চাষি ও ব্যবসায়ীরা। ফলে পার্বত্য অঞ্চলের তামাক চাষিরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।

জাতীয় শ্রমিক লীগ লামা পৌর শাখার সভাপতি ও লামা তামাক চাষি, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবুল বাশার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামাক চাষি কল্যাণ পরিষদের সদস্য মুস্তাকিন জনি। অনুষ্ঠানে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এর নেতাকর্মী ও লামা উপজেলার তামাক চাষি ব্যবসায়ীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।