ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় পলিটেকনিকের ২ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ট্রাকচাপায় পলিটেকনিকের ২ শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভা এলাকার মিল্কি মহল্লার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ও আরামবাগ এলাকার সেলিমের ছেলে মোস্তাফিজ। তারা দু’জনই সদরের বারঘরিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিনারুল ও মোস্তাফিজ বাইসাইকেলে করে ব্যবহারিক পরীক্ষা দিতে শিক্ষা প্রতিষ্ঠান বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে যান। যাবার পথে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি  জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। তবে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।