ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বরিশালে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা .

বরিশাল: পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি করায় বরিশালে অভিযান চালিয়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশালের বন্দর থানার চরমোনাই বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্রের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোর্ত্তীণ পণ্য বা ওষুধ বিক্রি করায় রাজিব স্টোরের মালিক মো. মোসলেম, গ্রামীণ টেলিকমের মালিক মো. দেলোয়ার হোসেন, খান স্টোরের মালিক মো. মাহাবুব খান, ভাই ভাই কসমেটিকসের মাকিল মো. ইউনুস বেপারী, সিকদার বেকারির মালিক মো. বজলুর রহমান, সিকদার এন্টারপ্রাইজের মালিক মো. সবুজ, মের্সাস সততা স্টোরর মালিক মো. জামাল ও গাজী লাইব্রেরি অ্যান্ড ভ্যারাইটজ স্টোরের মালিক মো. শহিদুল ইসলামকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) (নি.) কে এম আনোয়ার আমীরের একটি টিম সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।