ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেল খেটে ২ বছর পর দেশে ফিরলেন রতনা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জেল খেটে ২ বছর পর দেশে ফিরলেন রতনা

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়ার দুই বছর পর রতনা আকতার (২৩) নামে এক তরুণীকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে কাছে সোপর্দ করে।

রতনা যশোর সদর এলাকার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারীরা তাকে ভারতের গুজরাটে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের গুজরাটের স্টেট হোম ফর ওম্যান সেল্টার হোমে নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে দুই বছর নিজদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে  দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণীকে আইনী সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।