ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোটকেন্দ্রের পাশের ঝোঁপে লুকানো ছিল ৪ বস্তা দেশি অস্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ভোটকেন্দ্রের পাশের ঝোঁপে লুকানো ছিল ৪ বস্তা দেশি অস্ত্র

নোয়াখালী: নোয়াখালী সেনবাগ উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের পাশের ঝোঁপ থেকে চার বস্তা দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫) নভেম্বর দেড়টার দিকে ভোটকেন্দ্র সেনবাগের বীজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ক্লাবঘর লাগোয়া ঝোঁপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (এসপি) বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিনগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বীজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাবঘরের উত্তর পাশের ঝোঁপ থেকে চারটি চটের বস্তায় লুকানো ৫১টি কাঠের লাঠি, ১৮টি লোহার রড, একটি টেঁটা, ছয়টি ছুরি, চারটি রামদা, দু’টি চায়না চাপাতি, দু’টি ক্রিকেট স্ট্যাম্প, তিনটি স্টিলের পাইপ, দু’টি প্লাস্টিকের পাইপ ও একটি হকি স্টিক উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করার জন্য কেউ এসব অস্ত্র লুকিয়ে রেখেছিল।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।