ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাফনের দেড় মাস পর তোলা হলো যুবকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
দাফনের দেড় মাস পর তোলা হলো যুবকের লাশ

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে ইমরান গাজী (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান ও চিকিৎসক প্রীতম কুমার পাইকের উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আহসান কবির মরদেহ উদ্ধার করেন।

১১ অক্টোবর (সোমবার) দুপুরে পৌর শহরের সবুজ নগর গ্রামের আউয়াল শরীফের নির্মাণাধীন ভবনের তিনতলায় একটি কক্ষে ফ্যান লাগানোর রডের সঙ্গে ইমরানকে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনা থানায় মামলা না নেওয়ায় নিহতের ভাই আব্দুল্লাহ গাজী বাদী হয়ে ১৮ অক্টেবর ৫ জনের নামে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারকি হাকিম মো. কামরুল আজাদ মামলাটি আমনে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দেন।

ইমরান গাজী পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তিনি পৌর শহরের সবুজ নগর গ্রামের মৃত মন্নান গাজীর ছেলে।

মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট নাসরিন জাহান জানান, ইলেকট্রিক মিস্ত্রি ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে তার ভাই মামলা করতে গেলে থানা পুলিশ রহস্যজনক কারণে মামলা নেয়নি। এমনকি আদালতের বহু আইনজীবীর কাছে গেলেও আব্দুল্লাহ আইনি সহায়তা পায়নি। পরে তার কাছে ঘটনার বিবরণ শুনে আমি মামলা আদালতে উত্থাপন করি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আহসান কবির বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।