ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীর হাজীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
টঙ্গীর হাজীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজীর মাজার বস্তিতে আজ শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নেভায়।

তবে তার আগেই পুড়ে ভস্মিভূত হয়েছে বস্তিটি। সব হারিয়ে হাজারো বাসিন্দা আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে।  

জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় বস্তির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড তাপে ঘর থেকে এক কাপড়ে বের হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে থাকেন। প্রথমে টঙ্গী ফায়াস সার্ভিস ঘটনাস্থলে যায়। পরের ঢাকা থেকে ফায়ার সার্ভির্সের আরো ৭টি-সহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হলেও ছাই হয়ে গেছে পুরো বস্তি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।