ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্তমান প্রজন্মই ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
বর্তমান প্রজন্মই ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে

নাটোর: রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, বর্তমান প্রজন্মই ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তাই মেধাভিত্তিক জাতি গঠনে তাদের লাইব্রেরিমুখী করতে হবে।

 

শুক্রবার (২৬ নভেম্বর) দিনগত রাতে নাটোরের শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সদস্য এবং শিক্ষানুরাগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লাইব্রেরির শফিউদ্দিন সরদার মিলনায়তনে জেলা প্রশাসক এবং ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রতিটি লাইব্রেরিতে বইয়ের সংগ্রহ বৃদ্ধি, বিশ্বের বিখ্যাত লাইব্রেরিগুলোর সঙ্গে অনলাইন সংযোগ স্থাপন, প্রামাণ্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজনসহ লাইব্রেরিকে হাবে রূপান্তরিত করতে হবে।  

কারণ লাইব্রেরি হচ্ছে একটা রাষ্ট্রের বাতিঘর-যা দেশের নাগরিকদের পথ দেখায়। তাই মহান মুক্তিযুদ্ধের সময়ে শত্রুপক্ষ আমাদের লাইব্রেরি এবং অবকাঠামো ধ্বংস করেছিল বলে উল্লেখ করেন বিভাগীয় কমিশনার।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, লাইব্রেরির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।