ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলা একাডেমি পরিদর্শনে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
বাংলা একাডেমি পরিদর্শনে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা

ঢাকা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল বাংলা একাডেমি পরিদর্শন করেছে। প্রতিনিধিদলে ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শন ম্যাকিনটোশ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা হুসাইন-মর্গ্যান ও কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ফারোহা সোহরাওয়ার্দী।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা প্রতিনিধিদলকে বাংলা একাডেমিতে স্বাগত জানান। এ সময় বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, একাডেমির পরিচালক, উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে মার্কিন দূতাবাসের সঙ্গে এ সময় এক দ্বিপাক্ষিক বৈঠকে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বের বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংযোগকে অনুবাদ কর্মসূচির মাধ্যমে কার্যকর করার প্রয়াস চালিয়ে এসেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন চিন্তাচর্চা, সাহিত্যকর্ম এবং ফোকলোর বিষয়ক বইপত্র বাংলায় অনুবাদ, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ফোকলোর প্রতিনিধিদলের পারস্পরিক সফর, উভয় দেশের আন্তর্জাতিক ফোকলোর কর্মশালায় বাংলাদেশ ও মার্কিন ফোকলোরবিদদের অংশগ্রহণ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে সমকালীন মার্কিন ও বাংলা সাহিত্য এবং ফোকলোর চিন্তার পারস্পরিক অনুবাদ ও আদান-প্রদান দুদেশের সম্পর্ককে জোরদার করতে ভূমিকা রাখবে।

মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বমূলক সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, একই সঙ্গে জ্ঞানতাত্ত্বিক ও সাংস্কৃতিক। আমাদের উভয় দেশের ধ্রুপদী ও সমকালীন চিন্তার আদান-প্রদান এ সম্পর্ককে আরও মজবুত করতে পারে। বাংলা একাডেমি ইতোমধ্যে দুদেশের সাহিত্য এবং ফোকলোর বিষয়ে যেসব অসাধারণ কাজ সম্পন্ন করেছে তাকে চলমান রাখতে ও নতুন মাত্রা প্রদান করতে আমরা সব সময় প্রস্তুত।

প্রতিনিধিদল বাংলা একাডেমি গ্রন্থাগার, ভাষা শহিদদের ভাস্কর্য, নজরুল মঞ্চ এবং ঐতিহাসিক বর্ধমান হাউসে অবস্থিত ভাষা আন্দোলন জাদুঘর ও বাংলা একাডেমি লোকঐতিহ্য জাদুঘর পরিদর্শন করেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা প্রতিনিধিদলকে বাংলা একাডেমির কিছু বই ও সংকলন উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।