ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় জাল ভোট দেওয়ার সময় দুই যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ভাঙ্গায় জাল ভোট দেওয়ার সময় দুই যুবক আটক প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- উপজেলার দিঘলকান্দা গ্রামের লাভলু মোল্যার ছেলে হাফিজুল মোল্যা (২৪) ও একই গ্রামের শান্তি মোল্যার ছেলে ওহিদুল মোল্যা (৩০)।

দিঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরীফ মো. ইসা বাংলানিউজকে জানান, ওই দুই যুবক ভোট কেন্দ্রে জাল ভোট দিতে আসলে বুথ থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।  

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।