ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
নেত্রকোনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হাবিবুর রহমান ।

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে নির্বাচনে পরাজিত হয়ে স্ট্রোক করে মারা গেছেন হাবিবুর রহমান নামে এক চেয়ারম্যান প্রার্থী।

তিনি দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

হাবিবুর রহমান (৩৫) বাকলজোরা ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মৃত চান্দ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের নেতা ছিলেন।

স্বজনরা জানান, সোমবার সকাল থেকে তিনি বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে ব্যথা বেড়ে গেলে বেলা সাড়ে ১১টার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।