ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনএসআইর ভুয়া সদস্যকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনএসআইর ভুয়া সদস্যকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ এনএসআইর ভুয়া সদস্য নুরুল আমিন

মেহেরপুর: নুরুল আমিন (৪২) নামে এনএসআইর এক ভুয়া সদস্যকে আটক করে গণধোলাই শেষে থানায় দিয়েছেন গ্রামবাসী।

সোমবার (২৯ নভেম্বর)  গাংনী উপজেলার গাঁড়াডোব পুকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নুরুল আমিন মেহেরপুর শহরের খন্দকারপাড়ার আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, এনএসআই সদস্য পরিচয়ে নুরুল আমিনের সঙ্গে গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়ার হামিদুল ইসলামের ছেলে সুমন হোসেনের পরিচয় হয়। এক পর্যায়ে নুরুল আমিন এনএসআইতে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে সুমনের কাছ থেকে ৪ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এদিকে চাকরি না হওয়ায় এবং নুরুল আমিনের গতিবিধি সুমনের সন্দেহজনক মনে হয়। এরপর মেহেরপুর এলাকায় তার খোঁজ নিয়ে ভুয়া এনএসআই পরিচয় জানতে পারে সুমনের পরিবার। পরে কৌশলে মেহেরপুর আদালত পাড়া থেকে নুরুল আমিনকে গাঁড়াডোব গ্রামে ডেকে নেওয়া হয়। এ সময় তিনি পরিচয়পত্র বা প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

গাংনী থানা সূত্র জানায়, এনএসআইর এক ভুয়া সদস্য আটক করা হয়েছে। তথ্য যাচাই করা হচ্ছে। দোষী প্রমাণ হলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯,২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।