ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা শিবির থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাইগানসহ নুর আলম (৩৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

এর আগে রোববার (২৮ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

আটক নুর আলম উখিয়া মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-১৬ এর মৃত আবদুল করিমের ছেলে।  

এসপি নাইমুল হক জানান, রোববার রাতে মধুরছড়া ক্যাম্পে কয়েকজন ব্যক্তি মাদক বেচাকেনা করছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এপিবিএন সদস্যরা ওই ক্যাম্পে অভিযান চালিয়। এ সময় নুর আলমকে পাইপগান ও কার্তুজসহ আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক নুর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।