ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম 

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল খুব অল্প সময়।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ ভূকম্পনটি অনুভূত হয়।  

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাত জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ভূমিকম্প হয়। এটির উৎপত্তি হচ্ছে ভারত-মিয়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি।

ভূমিকম্পের খবর দেয় এমন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের চিন প্রদেশের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার।

সৈয়দ আবুল হাসনাত বলেন, গত ২৫ নভেম্বর ওই অঞ্চলে একটি বড় ভূমিকম্প হয়। যেটির প্রভাবে পুরো দেশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পের প্রভাবেই আরও ছোট ছোট কিছু ভূমিকম্প হচ্ছে। এ নিয়ে আমাদের শঙ্কার কিছু নেই।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ইইউডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।