ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবি এলাকায় ছিনতাইকারীর ফাঁকা গুলি  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
ঢাবি এলাকায় ছিনতাইকারীর ফাঁকা গুলি  

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক পাঠাও-এর যাত্রীর কাছ থেকে ছিনতাই করার সময় লোকজনের উপস্থিতি টের পেলে একপর্যায়ে ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার  (০৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে।

তবে পুলিশ বলছে, ছিনতাইকারীরা কোনো কিছুই নিতে পারেনি। এই ঘটনায় কেউ আহত হয়নি।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি)  মওদুত হাওলাদার জানান, আমরা জানতে পেরেছি দুই মোটরসাইকেল করে চারজন ছিনতাইকারী ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর এলাকায় মোটরসাইকেলের এক যাত্রীকে গতিরোধ করে। পরে রাস্তায় লোকজনের উপস্থিতির কারণে দুই মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, যে যাত্রীর কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেছিল তাকে পাওয়া যায়নি। তবে যাত্রী বহনকারী পাঠাও চালককে আমরা পেয়েছি। তার সঙ্গে কথা বলছি। আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখা হচ্ছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১ 
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।