ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

বরগুনা: বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দি‌কে উপজেলার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বাদুরতলা এলাকায় রাতে একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওই এলাকায় অভিযানে গেলে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থলে এক জলদস্যুর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।  র‌্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি জলদস্যু বলে জানা গেলেও তার নাম-ঠিকানা জানা যায়নি। তার মরদেহ পাথরঘাটা থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।