ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান, সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান, সংঘর্ষে আহত ১৫ ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভগবাননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহত ১৫ জনের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে ওই গ্রামের শাকিল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। সে সময় প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। লিখিত আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।