ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নির্মাণ হচ্ছে গার্ডার ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নির্মাণ হচ্ছে গার্ডার ব্রিজ ব্রিজ নির্মাণের কাজ চলছে। ছবি: বাংলানিউজ

বান্দরবান: সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে পুরাতন ও জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নির্মাণ করা হচ্ছে আধুনিকমানের পিসি গার্ডার ব্রিজ।
 
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হানসামা পাড়ায় নোয়াপতং খালের উপর একটি নতুন পিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন হয়।


 
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নে ৯ কেটি ৪৫ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ৫০.১২ মিটার পিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
 
উদ্বোধন শেষে হানসামা পাড়ার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য এলাকার শান্তি আনয়নে শান্তিচুক্তি হয়েছে, আর শান্তির পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পার্বত্য এলাকায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মন্দির-মসজিদসহ অসংখ্য ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং আগামীতেও যোগাযোগ ব্যবস্থাসহ সব উন্নয়ন ক্ষেত্রে বর্তমান সরকার কাজ করে যাবে।
 
ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ ফরাজী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সড়ক ও জনপদ বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
 
সড়ক ও জনপদ বিভাগ জানায়, বান্দরবানের বিভিন্ন সড়কে ৭৬টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। প্রথম পর্যায়ে ১২টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে পিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বান্দরবানের সব ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে পিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।