ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিম ভুনতে দেরি, গৃহকর্মীর হাত ভাঙলেন পুলিশের বউ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
ডিম ভুনতে দেরি, গৃহকর্মীর হাত ভাঙলেন পুলিশের বউ গৃহকর্মী স্বপ্না আক্তার

সাভার (ঢাকা): সাভার পৌরসভার এলাকায় স্বপ্না আক্তার (১৯) নামে এক গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যর স্ত্রীর নামে। ভুক্তভোগী ওই গৃহকর্মী বর্তমানে সাভার মডেল থানা হেফাজতে আছেন।

সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

ভুক্তভোগী গৃহকর্মী স্বপ্না জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চরবক্সুর গ্রামের মৃত ছব্দুল মিয়ার মেয়ে।

জানা গেছে, অভাবের তাড়নায় প্রায় দেড় বছর আগে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় শাহেদ নামে এক পুলিশ সদস্যর ভাড়া বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করেন স্বপ্না। এরপর একাধিকবার ওই গৃহকর্মীকে পাশবিক নির্যাতন করেন তার স্ত্রী সুইটি বেগম। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে শুক্রবার সকালে সাভার ব্যাংক কলোনির একটি মোটর গ্যারেজে আশ্রয় নিলে স্থানীয়রা তাকে সাভার মডেল থানায় নিয়ে যায়। পরে সাভার থানায় একটি মামলা করেন তিনি।

গৃহকর্মী স্বপ্না বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ডিম ভুনা করতে দেরি হওয়ায় হাতে রুটি বানানোর কাঠের বেলন দিয়ে আঘাত করে হাত ভেঙে দিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহেদের স্ত্রী সুইটি বেগম। পরে কাপড় পরিষ্কার করতে বললে ভাঙা হাতে পারবেন না জানালে ফের কাঠের বেলন দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় তাকে। একপর্যায়ে চোখের ওপরে ও মাথা ফেটে যায়। পরে শুক্রবার সকালে সুযোগ পেয়ে ওই বাসা থেকে পালিয়ে ব্যাংক কলোনি এলাকার একটি মোটর গ্যারেজ আশ্রয় নেন। এ সময় স্থানীয়রা তাকে থানায় নিয়ে যায়।

স্বপ্না আরও জানান, দেড় বছর গৃহকর্মীর কাজ করে তিনি মাত্র ১৩ হাজার টাকা পেয়েছেন। কিছুদিন আগে মায়ের অসুস্থতার খবর শুনে যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি। এমনকি মারধরের পর তাকে কোনো ধরনের চিকিৎসাসেবা দেননি সুইটি। উল্টো এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এর আগেও পুলিশ কর্মকর্তা শাহেদের স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।