ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি দূতাবাসে বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ শিরোনামে ১০ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন অনেক বিদেশি দূতাবাসে গেলে বাংলাদেশের পাসপোর্ট দেখলে তাচ্ছিল্যের সঙ্গে বিদায় করে দেয়। তবে আগামীতে বিদেশি দূতাবাসে বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি। তারা যেন বাংলাদেশি পাসপোর্ট দেখলেই বলে, তুমি বাংলাদেশি? এসো এসো আমার ঘরে এসো। এমন দিনের প্রত্যাশায় আছি।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে। প্রত্যেককে দেশকে কিছু দেওয়ার জন্য পণ করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।  

তিনি বলেন, ধনী-গরিবের বৈষম্য রোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের আজকের আয়োজনে সিলেট ও খুলনা অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।