ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণের সুফল পাওয়া যাবে আগামী বছর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণের সুফল পাওয়া যাবে  আগামী বছর পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী

পঞ্চগড়: রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন  বলেছেন,  আগামী বছর বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণের সুফল পাওয়া যাবে। এই মুহূর্তে আমাদের সব কার্যক্রম চলমান রয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় চট্টগ্রাম পর্যন্ত রেল সম্প্রসারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের পঞ্চগড় থেকে সরাসরি ঢাকা ছাড়া চট্টগ্রামে যাওয়ার অন্য কোনো লাইন নেই। আমাদের ঢাকায় যেতেই হয়, ঢাকার কানেকটিং ট্রেন তো আছে। ঢাকা থেকে সরাসরি এখনও ব্যবস্থা হয়নি, তবে আমরা ভবিষ্যতে যদি কক্সবাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ করি তখন পঞ্চগড়ের বিষয়টি চিন্তাভাবনা করব, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত যাতে আমরা এখান তেকেই টিকিট করতে পারি।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।