ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী চেম্বার অব কমার্স পরিচালনায় নতুন মুখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
পটুয়াখালী চেম্বার অব কমার্স পরিচালনায় নতুন মুখ

পটুয়াখালী: জেলার ব্যবসায়ীদের অন্যতম সর্ববৃহৎ সংগঠন দ্য পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র ২০২২-২৩ দুই বছরের জন্য পরিচালনা পর্ষদে এবার সম্পূর্ণ নতুন মুখ এসেছে।

আগামী দুই বছরের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিসহ ২১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে দ্য পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালনা পর্ষদ ২০২২-২০২৩ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছে মো. গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুল ও সহ-সভাপতি মো. মিজানুর রহমান মনির খান।

এছাড়াও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোতালেব মৃধা, মো. আনিচুর রহমান, মো. এনায়েত হোসেন, মোঃ মনিরুজ্জামান লিটু, মোহাম্মদ রায়হান রহমান, মো. মিজানুর রহমান মিজান, নাছরুল্লাহ সিকদার, মো. জাকারিয়া কাওছার, মাহমুদ কামাল, রিয়াজ মাহমুদ, মো. খায়রুল উমাম মেরিন, মো. মাহিন হোসেন তালুকদার, মো. মাসুম বিশ্বাস, মো. মনিরুল ইসলাম, মো. কামাল হোসেন, ইউসুফ আলী সিকদার ও ওমর ফারুক মো. ইকবাল।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।