ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে কটূক্তি, আলালের কুশপুতুল দাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
শেখ হাসিনাকে কটূক্তি, আলালের কুশপুতুল দাহ শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, আলালের কুশপুতুল দাহ

হবিগঞ্জ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে টাউন হল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে বেবীস্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করে।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী। এ সময় হবিগঞ্জ জেলা ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আলাল। আলালরা মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? ছাত্রলীগের নেতা-কর্মীরা আছেন বলেই দেশে জঙ্গিবাদ তৈরি হচ্ছে না। ছাত্রলীগের কারণেই মানুষ শান্তিমতো ঘুমাতে পারে।

এ সময় তারা অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।