ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় ইমিগ্রেশনের নতুন আইনে ভোগান্তিতে বাংলাদেশিরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
ভারতীয় ইমিগ্রেশনের নতুন আইনে ভোগান্তিতে বাংলাদেশিরা

বেনাপোল (যশোর): বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের আকাশপথে ভিসা থাকলেও স্থলপথে ভারতে প্রবেশের সুযোগ ছিল। তবে হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আকাশপথের ভিসায় স্থলপথে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের।

 


বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এমন নতুন সিদ্ধান্ত নেওয়ায় প্রায় ৪০০ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে দেশে ফিরে আসতে হয়েছে। আর ফেরত আসা এসব বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা চিকিৎসা, ব্যবসা ও শিক্ষা ভিসায় ভারতে যাচ্ছিলেন।  
 
ভারত ভ্রমণে যেতে না পারা কয়েকজন পাসপোর্টধারী যাত্রী জানান, তারা চিকিৎসা ভিসায় ভারতে যাচ্ছিলেন। কিন্তু তাদের পাসপোর্টের ভিসায় আকাশপথ উল্লেখ থাকায় ভারতীয় ইমিগ্রেশন তাদের দেশে ফেরত পাঠিয়েছে।  

এছাড়া তারা ভিসার জন্য স্থলপথ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে আবেদন করেছিলেন। কিন্তু ভারতীয় হাইকমিশন তাদের স্থলপথের ভিসা না দিয়ে আকাশপথের ভিসা দিয়েছে। এখন তারা চিকিৎসা না করিয়ে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং ভারতীয় ইমিগ্রেশন ও হাইকমিশনের এমন নিত্যনতুন আইন করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোক্তার হোসেন জানান, আগে আকাশপথের ভিসার যাত্রীদের স্থলপথে ভারতে প্রবেশ করতে দিচ্ছিল পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কিন্তু গতকাল বিকেল থেকে তারা আকাশপথের ভিসার যাত্রীদের স্থলপথে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়া ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আকাশপথের ভিসার যাত্রীদের স্থলপথে না পাঠাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশকে অনুরোধ জানিয়েছেন।

জানা যায়, বর্তমানে মেডিক্যাল, বিজনেস ও শিক্ষা ভিসায় যাত্রীরা ভারত যাচ্ছেন। ভারত থেকে ফিরতে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা টেস্টের নেগিটিভ সনদ লাগছে। তবে যাদের করোনার ডাবল ডোজ টিকা গ্রহণ করা নেই তাদের বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।