ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজার বিমানবন্দরের লিফটে আটকা ৪ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কক্সবাজার বিমানবন্দরের লিফটে আটকা ৪ যাত্রী

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আটকা পড়েছেন ঢাকাগামী চার জন যাত্রী। এক ঘণ্টা পর দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা।

 

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সোয়া নয়টায় বিমানবন্দরস্থ ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় তারা আটকা পড়েন। পরে সকাল ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়।  

আটকা পড়া যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহজন, টুম্পা রানি বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহজন। এরা সবাই ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন।  

বিমানবন্দর সূত্র জানায়, সকালে বিমানবন্দরের লিফটে ভেতরে ইউএস-বাংলার ফ্লাইটের ৪ জন যাত্রী আটকে পড়েন। বিষয়টি বিমানবন্দরের কর্মচারীরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করে।  

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শাহাদাত হোসাইন বলেন, লিফট আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা ইউএস বাংলার আরেকটি ফ্লাইটে পরে ঢাকা গেছেন।

বাংলাদেশ সময় ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসবিএএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।