ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধু ছিলেন আকাশের মতো উদার, মানবিকতার দিক থেকে অনন্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
‘বঙ্গবন্ধু ছিলেন আকাশের মতো উদার, মানবিকতার দিক থেকে অনন্য’ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আকাশের মতো উদার, মানবিকতার দিক থেকে ছিলেন অনন্য। সবাইকে আপন করে নেওয়ার বিরল গুনের অধিকারী ছিলেন।

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে শনিবার (১১ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছেন, সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন, সব শিল্প-কলকারখানাকে রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে ঘোষণা দেন। স্বাধীনতার পরপরই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে শ্রম আইন করে দেন। শ্রম আইনে কারখানার লভ্যাংশের নিদিষ্ট অংশ শ্রমিকদের দেওয়ার বিষয়টি সংযুক্ত করে দেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৯৭২ সালে জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যপদ পায়। বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আইএলসি সম্মেলনে ৬টি কোর-কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে। যা আইএলও এর ইতিহাসে অনন্য নজির। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই সরকার সমাজের সব স্তরের মানুষের জীবন মানের উন্নয়ন নিশ্চিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে সেমিনারে আন্তর্জাতিক বক্তা ছিলেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র কুমার সরকার, দেশীয় বক্তা ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ‘বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিআইনেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০২১
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।