ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ের ছোট্ট আশরাফি বাঁচতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
পঞ্চগড়ের ছোট্ট আশরাফি বাঁচতে চায় আশরাফি আক্তার।

পঞ্চগড়: আশরাফি আক্তারের বয়স ৪। জন্মের পর থেকে হৃদরোগজনিত সমস্যায় ভুগছে শিশুটি।

জন্মের তিন মাস পর বিভিন্ন সমস্যায় অসুস্থ্য হয়ে পড়লে ডাক্তারের মাধ্যমে বাবা-মা জানতে পারে আশরাফির হার্ট ফুটো। এদিকে হৃদরোগের কারণে শরীরের স্বাভাবিক গঠনেও বাঁধা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঠাণ্ডাজনিত রোগে মাঝে মধ্যে আক্রান্ত হচ্ছে শিশুটি। অপারেশনের জন্য ডাক্তার তিন মাসের সময় দিলেও টাকা সংগ্রহে চলে গেছে একমাস।

দিনমজুর বাবা আশরাফির চিকিৎসা ব্যয় বহন করতে হিমসিম খাচ্ছেন। এখন আশরাফির চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য আর নেই। তাই সবার কাছে হাত পেতেছে পরিবারটি।

পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের দিনমজুর আরিফ হোসেনের মেয়ে আশরাফি।

জানা যায়, জন্মের তিন মাস পর থেকে শিশুটি বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করে। প্রথমে চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও হাসপতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার শিশুটির অবস্থা দেখে কিছু পরীক্ষা দেয়। পরে ডাক্তার রিপোর্ট দেখে জানান তার হার্টে ফুটো রয়েছে। ডাক্তার তাকে রংপুরে নেওয়ার পরামর্শ দেন। রংপুরে ডাক্তার একই কথা জানান এবং চিকিৎসা দেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়। ঢাকায় প্রথমে হার্ট ফাউন্ডেশন ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোনো উন্নতি না দেখে পঞ্চগড় ফিরে যান। সবশেষ ঠাকুরগাঁও এ ঢাকা থেকে আসা এক ডাক্তারের চিকিৎসা নিলে তিনি তিন মাসের মধ্যে অপরারেশনের পরামর্শ দেন। না হলে সমস্যা আরও বেড়ে যাবে। ডাক্তার জানিয়েছেন অপারেশন খরচ প্রায় ৪ লাখ টাকা লাগবে। তবে টাকার অভাবে বর্তমানে তার প্রাথমিক চিকিৎসা চললেও মূল চিকিৎসা প্রায় বন্ধ হয়ে আছে। এর মধ্যে একমাস চলে গেছে, আর দুইমাস সময় আছে। এদিকে দিন দিন আশরাফির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছে পরিবারটি।

আশরাফির মা রুনা বেগম ও বাবা আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, চিকিৎসকরা দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। অপারেশনের জন্য খরচ হবে ৪ লাখ টাকা। কি করবো ভেবে পাচ্ছি না। সবার কাছে একটাই অনুরোধ আমার বাচ্চার জন্য আপনারা আমাদের একটু আর্থিক সাহায্য করবেন আর দোয়া করবেন।

দাদা আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, নাতনির জন্য ব্যয়বহুল এই চিকিৎসা করে বর্তমানে হাত প্রায় ফাঁকা। টাকার জন্য অপারেশন বন্ধ রয়েছে।

আশরাফিকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারসহ স্থানীয়রা। সবার সহায়তায় সুস্থ হয়ে উঠতে পারে একটি হৃদয়। বাঁচতে পারে একটি প্রাণ।

সাহায্য পাঠানোর ঠিকানা: অ্যাকাউন্ট নম্বর- ০১০০২১২৯৯০৮৮৯, জনতা ব্যাংক, ৮২৭, পঞ্চগড় শাখা। বিকাশ (শিশুটির মামা সোহেল রানা): ০১৭০৪৩৪৩৬১৮। যোগাযোগের নম্বর: আশরাফির মা রুনা বেগম ০১৭০৭৪৭৩৩১৯।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।