ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিগগিরই মালয়েশিয়ার ভিসা চালু: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
শিগগিরই মালয়েশিয়ার ভিসা চালু: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: শিগগিরই মালয়েশিয়ার ভিসা চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে দ্য ইনিস্প্রাইরিং ওমেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফিল্ম ফর পিস ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে।  

মালয়েশিয়ার মন্ত্রিসভা বাংলাদেশ থেকে ছয় লাখ লোক নিতে চায় এ রকম একটি প্রস্তাব পাস হয়েছে এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, গত পরশু আমি শুনতে পারলাম অনেকদিন ধরেই আমাদের রাষ্ট্রদূত চেষ্টা করছিলেন মালয়েশিয়ায় যদি মার্কেট ধরা যায়, কিন্তু কিছুকাল আগে ওই মার্কেটটি নষ্ট করে দেওয়া হয়েছে। কিছু লোক সিন্ডিকেট করে যে পরিমাণ লোক যাওয়ার কথা ছিল তার চেয়ে চার থেকে পাঁচ গুণ লোক বেশি পাঠিয়েছে। তখন তৎকালীন সরকারে আসেন মাহাথির মোহাম্মদ। এসব করাপশন দেখে সব বন্ধ করে দেন তিনি। পরবর্তীতে নতুন সরকার এলে তারা সময় সময় কর্মী নেওয়ার কিছু উদ্যোগ নিলেন, কিন্তু এটা ভঙ্গুর সরকার ছিল। তখন দেখা গেল ওদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট হলে সুবিধা হতো না। তারা ব্যবসার জন্য করতে চাচ্ছিলেন। ওখানে অনেক লোক ছিল, লোকগুলো অবৈধভাবে এটাও একটা সমস্যা ছিল। তবে আমাদের রাষ্ট্রদূত অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন এবং সরকারকে তারা কনভেন্স করেছেন এ ধরনের ঘটনা ঘটবে না। এখন আমরা রেগুলেটেড ওয়েতে কর্মী পাঠাবো। এতে তারা রাজি হয়েছেন এবং তাদের পার্লামেন্টে এটি অ্যাপ্রুভ করেছে। আশা করি খুব শিগগিরই আমরা এ কাজটি করবো।  

তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত বলেছেন যে, এটা খুব নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। আগের মতো যেন বদনাম না হয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এটি নিয়ে কাজ করেন। আশা করি তারা খুব সতর্কতার সঙ্গে এটি করবেন। যাতে দুর্নীতির কোনো স্কোপ না থাকে।

চায়না ভিসা কবে ওপেন হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চায়না ভিসা নিয়ে তারা খুব সতর্ক। আমাদের অনেক স্টুডেন্ট রেডি হয়ে আছে কবে তারা যাবে কিন্তু তারা সেটা দিচ্ছে না।

তিনি আরও বলেন, কয়েক বছর আগেও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছিল ৬ শতাংশ, সেটা এখন বেড়েছে। বর্তমানে কর্মক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ ৪০ শতাংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের পরিচালক রোকেয়া প্রাচী, জুড়ি বোর্ডের সদস্য সিফা হাফিজা, জোবায়েদ আলী ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবির প্রমুখ।

ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবির বলেন, বাংলাদেশ যে দিন নারী অধিকার ও মানবাধিকার বলে কিছু থাকবে না সেদিন আমরা সফল হবো।

যে ১০ জন্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন- ডাব্লিউডিডিএফ’র আশরাফুন নাহার মৃষ্টি, সাংবাদিকতায় কাওছার সোহেলী, ঋতিষা চাকমা চেন্সি, হাজেরা বেগম, ডা. ফারজানা রহমান, মনিষা মীম নিপুন, রোজিনা ইসলাম, শেখ রোমানা, ড. আফরোজা পারভিন ও সাংবাদিক শরীফা বুলবুল।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১, আপডেট: ১৯৩৮ ঘণ্টা
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।