ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবাইল অ্যাপসে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
মোবাইল অ্যাপসে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৭

ঢাকা: একাধিক মোবাইল অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে সাত প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১১ ডিসেম্বর) বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডির সাইবার ইউনিট।

তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, অনলাইন প্লাটফর্মে মোবাইল অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপসে মানুষকে আয়ের কথা বলে অর্থ হাতিয়ে নিতো।  

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।