ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজকের পত্রিকার সাংবাদিক ফখরুল ইসলাম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আজকের পত্রিকার সাংবাদিক ফখরুল ইসলাম আর নেই ফখরুল ইসলাম

ঢাকা: আজকের পত্রিকার সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পত্রিকাটির অনলাইন বিভাগে তিনি কাজ করতেন।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

গণমাধ্যমে তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। বাবা মো. নজরুল ইসলাম ভূঁঞা ও মা মোসাম্মৎ জুলেখা বেগমের দুই ছেলের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ।

আজকের পত্রিকা সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় অফিসে গিয়েছিলেন ফাহির। সারা দিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করেন। এরপর বিকেল ৩টার পর অফিস থেকে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন।
২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিকতায় যুক্ত হন ফাহির। চলতি বছর মার্চের শুরুতে তিনি আজকের পত্রিকায় যোগ দেন।

ফাহিরের বন্ধু ফাহমিদা তাপসী বলেন, বাসায় ফিরে শরীর খারাপের কথা বন্ধু ফয়সাল আহমেদকে জানান ফাহির ফখরুল। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অজ্ঞান অবস্থায় প্রথমে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ফাহিরকে মৃত ঘোষণা করেন। এরপর তাকে পাশের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে ফাহির মারা গেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
 
রাতেই মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রোববার বাদ যোহর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ফখরুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্পাদক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরকেআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।