ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন সন্তানসহ বিষপান, বাবা-মেয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
তিন সন্তানসহ বিষপান, বাবা-মেয়ের মৃত্যু

কক্সবাজার: পারিবারিক কলহের জেরে কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত তিন ছেলে-মেয়েকে তুলে বিষপান করিয়ে নিজেও বিষপান করেছেন বাবা আনোয়ার হোসেন (৩৫)।  

বিষক্রিয়ায় বড় মেয়ে সুমাইয়া আকতার রাফি (৯) ও বাবা ঘরেই মারা যান।

অপর মেয়ে মাহিমা তানিয়া (৩) ও জাবেদ ইকবাল (দেড় বছর) নামে দুই শিশু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১২ ডিসেম্বর) ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের নয় নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আনোয়ার ওই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে। রাফি শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে স্বামী আনোয়ারের কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ডিসেম্বর) স্বামী ও স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার জেরে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। বিকেলে দুধের সন্তান নিয়ে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আনোয়ার বাড়ি ফিরে দেখেন তিন সন্তান ঘুমাচ্ছে কিন্তু বউ বাড়ি ফেরেননি। এ ক্ষোভে আনোয়ার তার তিন শিশু ছেলে-মেয়েকে ঘুম থেকে তুলে জোরপূর্বক বিষপান করান ও নিজেও বিষপান করেন। এতে আনোয়ার ও তার নয় বছরের মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আলীম বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।