ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
ফরিদপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৪

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন- ওই এলাকার আ. ওয়াদুদ মোল্যার ছেলে মো. সেলিমুজ্জামান, সেলিমুজ্জামানের মাতা নাছরিন বেগম, স্ত্রী পারুল বেগম ও আপন ভাই আবুল বাশার। এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী সেলিমুজ্জামান আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, মো. সেলিমুজ্জামানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে একই এলাকার হেমায়েত মোল্যা গংদের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে হেমায়েত মোল্যার নেতৃত্বে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে সেলিমুজ্জামানের বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় সেলিমুজ্জামানের মাতা নাসরিন বেগম ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তার মাথায় কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে সেলিমুজ্জামান, সেলিমুজ্জামানের স্ত্রী পারুল বেগম ও ভাই আবুল বাশার এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত হেমায়েত মোল্যা বাংলানিউজকে বলেন, তাদের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ আছে। তবে তাদের আমরা আহত করিনি। তারা আমাদের আহত করে উল্টো হাসপাতালে ভর্তি হয়েছে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।