ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেএমবির ৩ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জেএমবির ৩ সদস্য গ্রেফতার

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতাররা হলেন- মো. মফিদুল ইসলাম (২৯), মো. বুলবুল ইসলাম ওরফে বাবলু (২৫) ও মো. লাভলু ইসলাম (২৭)।

শনিবার (১১ ডিসেম্বর) নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়েছে।  

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গত ৪ ডিসেম্বর র‌্যাব-১৩ নীলফামারী থেকে জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের নামে নীলফামারী সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এটিইউ গ্রেফতারদের হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।