ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঘের চামড়াসহ গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
বাঘের চামড়াসহ গ্রেফতার ২

খুলনা: সুন্দরবনের বাঘের চামড়া চড়াদামে বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আজিজুর রহমান (৪৫) ও মো. সাইদ খান (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি বাঘের বড় চামড়া উদ্ধার করা হয়।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে লবনচরায় র‌্যাব-৬ এর সদরদপ্তরে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক (সিও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণার পর থেকে সেখানে জীব বৈচিত্র পুনরায় ফিরে আসছে। সুন্দরবনে হরিণ, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বহুলাংশে বেড়েছে। এই সুযোগকে ব্যবহার করে কিছু দুষ্কৃত বণ্যপ্রাণী শিকারসহ এদের চামড়া পাচার করছে। তাদের বিরুদ্ধে র‌্যাব-৬ সুন্দরবনে আভিযানিক কার্যক্রম পরিচালনায় আরও তৎপর ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাটের ফকিরহাট উপজেরার কাটাখালী  বাজার এলাকায় সুন্দরবনের ঐতিহ্য রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে খুলনার ডুমুরিয়ার কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমমুদের ছেলে মো. আজিজুর রহমান (৪৫) ও সোনাডাঙ্গা এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খানকে (৩৫) গ্রেফতার ও তাদের কাছ থেকে ১টি বাঘের চামড়া জব্দ করা হয়। তাদের ফকিরহাট থানায় মামলাসহ হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, স্কোয়াড কমান্ডার লে. আবুল কালাম আজাদ, লিগ্যাল ও মিডিয়া কর্মকর্তা এএসপি বজলুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২ , ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।